উৎসবমুখর পরিবেশে রুমায় সেনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে রুমায় সেনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে রুমায় সেনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা বান্দরবানে সেনাবাহিনীর রুমা জোনের উদ্যোগে আয়োজিত “সেনা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর ফাইনাল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

আজ সোমবার বিকাল ৪টায় রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয় দলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে ত্রিপুরা উদয়ন স্পোর্টিং ক্লাব।

ম্যাচের ১৮তম মিনিটে দলের একমাত্র ও বিজয়সূচক গোলটি আসে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর হোসেন।

এ সময় সামরিক-বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শতাধিক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

জোন অধিনায়ক বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি যুবসমাজকে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।”

স্থানীয়রা মনে করছেন, সেনাবাহিনীর এই আয়োজন রুমায় তরুণ সমাজকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed