নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির চিকিৎসা সেবা, সচেতনতামূলক সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির কক্সবাজার রিজিয়নের আওতাধীন রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি জোন (১১ বিজিবি) শুধু সীমান্ত রক্ষায় নয়, মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমেও অনন্য ভূমিকা রেখে চলেছে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় দায়িত্ব পালনরত এ জোন চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে স্থানীয় জনগণের আস্থা ও প্রশংসা অর্জন করেছে।

এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২৭ আগস্ট) লেম্বুছড়ি বিওপি এলাকায় একদিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি আয়োজন করে নাইক্ষ্যংছড়ি জোন।
ক্যাম্পেইনে প্রায় ২০০ জনেরও বেশি অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ওষুধ পান।

চিকিৎসা সেবার পর জোন অধিনায়ক লেঃ কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস এর সভাপতিত্বে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদক ও চোরাচালানের ভয়াবহতা, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচারের ঝুঁকি এবং সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণের ঝুঁকি সম্পর্কে সচেতন করা হয়।

স্থানীয় জনগণকে এসব অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে উৎসাহিত করা হয়। পাশাপাশি সীমান্ত এলাকায় অযথা বিচরণ না করার আহ্বান জানানো হয়। এ সময় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ এবং মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়।
সম্প্রীতি ও শিক্ষার উন্নয়নের অংশ হিসেবে পাহাড়ি ও বাঙালি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, খাতা ও কলমসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এতে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিজিবি অফিসার ও সদস্যরা।

নাইক্ষ্যংছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।