দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত বাংলাদেশ নৌবাহিনীর ১৯৯ জন সদস্য
 
                 
নিউজ ডেস্ক
দক্ষিণ সুদানের জুবা ও মালাকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী ফোর্স মেরিন ইউনিট (ব্যানএফএমইউ-১০) এর ১৯৯ জন কর্মকর্তা ও নাবিককে জাতিসংঘ শান্তিরক্ষা পদক প্রদান করা হয়েছে।
গত বুধবার (২৭ আগস্ট) জুবায় অনুষ্ঠিত মেডেল প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড নেশন্স মিশন ইন সাউথ সুদান (আনমিস) এর ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহান সুব্রামানিয়াম।
তিনি বাংলাদেশ নৌবাহিনী সদস্যদের সাহসিকতা, দক্ষতা ও নীল নদের প্রতিকূল পরিবেশে গুরুত্বপূর্ণ অপারেশন পরিচালনার জন্য ভূয়সী প্রশংসা করেন।
ফোর্স কমান্ডারের মতে, বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট নদী পথে নিয়মিত টহল, উদ্ধার অভিযান, রেকি অপারেশন ও ডাইভিং কার্যক্রমের মাধ্যমে জাতিসংঘের জ্বালানি, খাদ্যদ্রব্য ও অন্যান্য পণ্যসমূহ নিরাপদে পরিবহণ নিশ্চিত করেছে। এছাড়াও, দক্ষিণ সুদানে জাতিসংঘের সকল সংস্থার নদী পথে নিরাপত্তা প্রদানে এরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
বাংলাদেশ নৌবাহিনী ২০১৫ সাল থেকে দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে। নীল নদের ১৩১১ কিলোমিটার দীর্ঘ পথে ৭১টি লজিস্টিক অপারেশন সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ কন্টিনজেন্ট। এই সময়ে স্থানীয় সরকার ও জনগণের উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠায় তারা নিরলসভাবে কাজ করেছে।
ফোর্স কমান্ডার বাংলাদেশ নৌবাহিনী এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এই অবদান অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
