মণিপুরে বিপুল পরিমাণ ব্রাউন সুগারসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যের সেনাপতি জেলায় যৌথ অভিযানে তিন মাদক কারবারিকে আটক করেছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার, নগদ অর্থ ও একটি গাড়ি জব্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে দুইজন নারীও রয়েছেন।
শুক্রবার (২৯ আগস্ট) সেনাপতি থানার অধীনে হেংবুং পুলিশ আউটপোস্ট এলাকায় অভিযান চালিয়ে পাউগৌলাল তৌথাং (২২) নামে এক যুবককে আটক করা হয়। তিনি কাংপোকপি জেলার টি. গ্যামনম গ্রামের বাসিন্দা। তল্লাশিতে তার কাছ থেকে ২০৫টি সাবানকেসে রাখা দুই কেজি ৮১৬ গ্রাম ব্রাউন সুগার, আড়াই লাখ রুপি নগদ অর্থ, একটি চার চাকার গাড়ি, দুটি সিমসহ একটি মোবাইল ফোন এবং জাতীয় পরিচয়পত্র, প্যান কার্ড ও ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়।

অন্যদিকে একই দিন সেনাপতি জেলার মাও গেট পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে দুই নারী মাদক কারবারিকে আটক করে পুলিশ। তারা হলেন— বী দিনাহ (৪২) ও হি. খুনে (৪৫)। দুজনের বাড়ি টুংগাম আফি গ্রামে হলেও বর্তমানে সেনাপতির টিএনকে গ্রামে বসবাস করছিলেন। তাদের কাছ থেকে আটটি সাবানকেসে রাখা ১১৩ গ্রাম ব্রাউন সুগার এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক তিনজনকে মাদক ও জব্দকৃত অন্যান্য মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে মণিপুর হয়ে ভারতজুড়ে মাদক পাচারের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।