বাঘাইছড়ির মিলনপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে সেনাবাহিনী কর্তৃক শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরন
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার মিলনপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (ইসিবি) কর্তৃক পরিচালিত মিলনপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামসুল আলম।
আজ সকালে উপজেলার মিলনপুর এবং সীমান্তবর্তী মাঝিপাড়া আর্মি ক্যাম্প এলাকা পরিদর্শনে যান তিনি।

এসময় মিলনপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী তুলে দেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামসুল আলম।
বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা পিংকি চাকমা, স্কুল কমিটির সভাপতি পূর্ণ চাকমা, অন্যান্য শিক্ষক ও স্থানীয় প্রায় তিন শতাধিক সাধারণ মানুষ এসময় উপস্থিত ছিলেন।
এদিন শিক্ষার্থীদের মাঝে তিনি ৭০টি পেন্সিল বক্স, ২টি ফুটবল ও ১টি ভলিবল বিতরণ করেন।

এছাড়া, শিক্ষকদের অনুপ্রাণিত করতে তিনি ৫ জন শিক্ষককে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।
বিদ্যালয়ে বিদ্যুৎ না থাকায় সেখানে সৌর বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দেন ব্রিগেড কমান্ডার। পাশাপাশি বিদ্যালয়টি সরকারিকরণের ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করার প্রতিশ্রুতিও দেন তিনি।

৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার এসময় গণমাধ্যমকর্মীদের জানান, পাহাড়ে সড়ক যোগাযোগ উন্নয়নের পাশাপাশি স্থানীয়দের আর্থ-সামাজিক উন্নয়ন ও হতদরিদ্র কোমলমতি শিশুদের কল্যানে প্রয়োজনীয় শিক্ষাপ্রতিষ্ঠানও নির্মান করছে সেনাবাহিনী। যার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় সেনাবাহিনীর ২০ ইসিবির অধিনায়কসহ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদবীর কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাহাড়ি অঞ্চলে স্থানীয় শিক্ষা উন্নয়ন ও অবকাঠামোগত সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে, যা জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।