বিমান বাহিনীতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য ‘সাপোর্ট সেল’ ও ‘সাপোর্ট পোর্টাল’ উদ্বোধন
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল” ও “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল” উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর বিমান বাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এ দুই উদ্যোগের উদ্বোধন করেন।

বিমান বাহিনী সূত্র জানায়, অবসরোত্তর কর্মকর্তাদের বিভিন্ন সেবা সহজে ও দ্রুত প্রদানের লক্ষ্যে ‘রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল’ গঠন করা হয়েছে। এর মাধ্যমে পেনশন-পরবর্তী প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকরভাবে সম্পন্ন করা যাবে।
অন্যদিকে, বিমান বাহিনী সদর দপ্তরের নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল” অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যেকোনো স্থান থেকে অনলাইনে প্রয়োজনীয় সেবা ও তথ্য গ্রহণের সুযোগ করে দেবে।

রেজিস্ট্রেশন ও লগইন করার মাধ্যমে দেশে বা বিদেশে অবস্থানরত কর্মকর্তারা আর সশরীরে উপস্থিত না হয়েও অবসর-পরবর্তী বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এতে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি কর্মকর্তাদের মনোবল বৃদ্ধি পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ চাকরিরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।