উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (রাষ্ট্রদূত অব.) সুপ্রদীপ চাকমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন, রয়েল ডেনিশ দূতাবাসের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার (ক্রিস) এবং ডেনমার্ক দূতাবাসের হেড অব পলিটিক্স ওল্লে লানডিন।

বৈঠকে পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন, শিক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, কৃষির আধুনিকায়ন, কর্মসংস্থান এবং স্থানীয় ভাষা সংরক্ষণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

উপদেষ্টা জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে ১০০টি স্কুলে স্টারলিংক ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল শিক্ষা কার্যক্রম চালু করা হবে।

তিনি, কাপ্তাই লেক ও স্থানীয় সম্পদের যথাযথ ব্যবহার, পরিবেশবান্ধব অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন, কফি ও কাজুবাদাম চাষের সম্ভাবনা এবং নার্সিং খাতের উন্নয়ন বিষয়েও মতামত তুলে ধরেন।

রাষ্ট্রদূতেরা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সহযোগিতার আশ্বাস দেন এবং পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের প্রচেষ্টা প্রশংসা করেন।

বৈঠকে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকার, উপদেষ্টার একান্ত সচিব খন্দকার মুশফিকুর রহমান এবং সিনিয়র সহকারী সচিব শুভাশীষ চাকমা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।