জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে বিচ্ছিন্নতাবাদী নিহত, ভারতীয় সেনার জেসিওসহ আহত ৩

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে বিচ্ছিন্নতাবাদী নিহত, ভারতীয় সেনার জেসিওসহ আহত ৩

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে বিচ্ছিন্নতাবাদী নিহত, ভারতীয় সেনার জেসিওসহ আহত ৩
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার গুদ্দার বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে একজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। সোমবার সকালে হওয়া এ ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও)সহ মোট তিনজন আহত হয়েছেন। আহত জেসিও’র অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভারতীয় সেনাবাহিনী জানায়, জম্মু ও কাশ্মীর পুলিশের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী অভিযানে নামে। এ সময় বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালালে সেনারা পাল্টা গুলি চালায়। এতে একজন নিহত হয়।

‘চিনার কর্পস’ তাদের এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্টে জানায়, “গুদ্দার বনাঞ্চলে যৌথ অভিযানের সময় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে এক জেসিও আহত হয়েছেন। পাল্টা গুলিতে একজন নিহত হয়েছে। অভিযান এখনো চলছে।”

উল্লেখ্য, গত মাসে জম্মু ও কাশ্মীরের গুরেজ সেক্টরে আরও একটি অভিযানে দুইজন নিহত হয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন ‘হিউম্যান জিপিএস’ নামে পরিচিত বাগু খান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।