পাকুয়াখালীসহ পার্বত্য চট্টগ্রামের সকল গণহত্যার বিচারের দাবিতে গোলটেবিল বৈঠক

পাকুয়াখালীসহ পার্বত্য চট্টগ্রামের সকল গণহত্যার বিচারের দাবিতে গোলটেবিল বৈঠক

পাকুয়াখালীসহ পার্বত্য চট্টগ্রামের সকল গণহত্যার বিচারের দাবিতে গোলটেবিল বৈঠক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের পাকুয়াখালীতে ৩৫ কাঠুরিয়া হত্যাকাণ্ডসহ গত তিন দশকে সংঘটিত সকল গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার দাবি উঠেছে। এ দাবিতে সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমেদ হলে গোলটেবিল বৈঠকের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লিগ্যাল এইড কমিটি।

সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ তালুকদার। প্রবন্ধ উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান  কাজী মো. মজিবর রহমান।

গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার চট্টগ্রাম রিজিয়ন প্রধান ও আবাসিক সম্পাদক এ এস এম জাহিদুল করিম কচি, ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ইসলাম এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক লেখক ও গবেষক অধ্যক্ষ এম এ আমিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি মো. এমদাদুল্লাহ সোহায়েল, প্রবীণ সাংবাদিক কামাল পারভেজ, নগর জামায়াত নেতা মো. মনছুরুল হাসান জিয়া, ইসলামী ছাত্র আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি।

বক্তারা বলেন, ১৯৯৫ সালের পাকুয়াখালী ট্রাজেডিতে ৩৫ কাঠুরিয়াকে নৃশংসভাবে হত্যা করা হলেও এত বছরেও বিচার হয়নি। শুধু পাকুয়াখালী নয়, গত তিন দশকে পার্বত্য চট্টগ্রামে প্রায় ৩৫ হাজার বাঙালিকে হত্যা করা হয়েছে, কিন্তু কোনো সরকারই এসব হত্যার বিচার করেনি বা ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেয়নি। তারা অভিযোগ করেন, ৩০ বছর পার হয়ে গেলেও বারবার সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু হত্যাকাণ্ডের বিচার কিংবা দায়ীদের শাস্তি নিশ্চিত করা হয়নি।

বক্তারা জোর দিয়ে উল্লেখ করেন, এ সকল হত্যাকাণ্ডের বিচার অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় করতে হবে। তারা আরও বলেন, যদি এবারও বিচার না হয়, তবে রাজপথে নেমে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।