পাকুয়াখালী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে খাগড়াছড়িতে নাগরিক পরিষদের বিক্ষোভ
 
                 
নিউজ ডেস্ক
১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙামাটির লংগদু উপজেলার পাকুয়াখালীতে সংঘটিত ৩৫ জন বাঙালি কাঠুরিয়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
আজ মঙ্গলবার সকালে সংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে সমবেত হন। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মো. লোকমান হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মো. আলমগীর কবির। আরও বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক এস. এম. মাসুদ রানা, সহ-সভাপতি জাহিদ হাসান প্রমুখ।

বক্তারা বলেন, পাকুয়াখালী হত্যাকাণ্ড পার্বত্য ইতিহাসের এক ভয়াবহ অধ্যায় হলেও দীর্ঘ প্রায় তিন দশকেও এর বিচার হয়নি। অবিলম্বে ঘটনার সাথে জড়িত সন্তু লারমাসহ সব দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
একইসঙ্গে পাহাড়ে ইউপিডিএফ, জেএসএস, কেএনএফসহ সশস্ত্র সংগঠনগুলোর খুন, গুম, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের দাবি জানান তারা।

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের তীব্র সমালোচনা করে বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের জনগণ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে স্বীকৃত। অথচ ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র চালানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা শাপলা চত্বরে কমিশনের প্রধান ও সদস্যদের কুশপুত্তলিকা দাহ করে কর্মসূচি শেষ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
