মণিপুরে যৌথ অভিযানে ১১ সশস্ত্র জঙ্গি গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ ও মাদক উদ্ধার

মণিপুরে যৌথ অভিযানে ১১ সশস্ত্র জঙ্গি গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ ও মাদক উদ্ধার

মণিপুরে যৌথ অভিযানে ১১ সশস্ত্র জঙ্গি গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ ও মাদক উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুরজুড়ে নিরাপত্তা বাহিনীর টানা অভিযানে গ্রেপ্তার হয়েছে অন্তত ১১ সশস্ত্র জঙ্গি। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে বিপুল অস্ত্র-গোলাবারুদ, বিস্ফোরক, মাদক ও সামরিক সরঞ্জাম। গত ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলা এসব অভিযানে অংশ নেয় ভারতীয় সেনা, আসাম রাইফেলস ও মণিপুর পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, চুরাচাঁদপুর, বিষ্ণুপুর, চান্দেল, থৌবাল, কাকচিং, ইম্ফল পশ্চিম ও ইম্ফল পূর্ব জেলায় যৌথ এই অভিযান পরিচালিত হয়।

৩১ আগস্ট ইম্ফল পশ্চিম জেলার খোঙ্গামপাট এলাকা থেকে এক প্রেপাক (প্রো) সদস্যকে আটক করে আসাম রাইফেলস ও স্থানীয় পুলিশ। পরদিন চান্দেল জেলার সাজিক তামপাক এলাকায় গোপন আস্তানা থেকে উদ্ধার করা হয় প্রায় ১৩৮ কেজি আফিম, যার বাজারমূল্য আনুমানিক ৬ কোটি ৯০ লাখ রুপি।

৩ সেপ্টেম্বর ইম্ফল পশ্চিমের লামশাং ও লাইরেনকাবি গ্রামে অভিযান চালিয়ে ক্যাঙ্গলাইপাক কমিউনিস্ট পার্টি (কেসিপি) এবং পিপলস ওয়ার গ্রুপ (পিডব্লিউজি)-এর চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। একই দিনে বিষ্ণুপুর জেলার বাসিখং থেকে গ্রেপ্তার হয় নিষিদ্ধ সংগঠন পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র এক সক্রিয় কর্মী।

মণিপুরে যৌথ অভিযানে ১১ সশস্ত্র জঙ্গি গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ ও মাদক উদ্ধার

৪ সেপ্টেম্বর থৌবাল জেলার ওয়াইথৌ এলাকা থেকে আরও এক কেসিপি (পিডব্লিউজি) সদস্য ধরা পড়ে। পাশাপাশি বিষ্ণুপুরের সাইতন গ্যাপ এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার হয় বিপুল অস্ত্রশস্ত্র—এর মধ্যে রয়েছে একটি ইনসাস রাইফেল, সিঙ্গেল ব্যারেল গান, একটি পিস্তল, বিস্ফোরক ও বিপুল গুলি।

৬ সেপ্টেম্বর কাকচিং জেলার ওয়াইখং বাজার এলাকায় তল্লাশিচৌকিতে আটক করা হয় চারজনকে। তাদের কাছ থেকে জব্দ হয় ৬৯০ লিটার ভেজাল মদ। একই দিনে চুরাচাঁদপুরের এস. লোনফাই গ্রামের ঘন জঙ্গল থেকে পুলিশ ও আসাম রাইফেলস মিলে উদ্ধার করে প্রায় ১০০ কেজি ওজনের একটি বিশাল রকেট, যার ভেতরে ছিল ৩০–৪০ কেজি সাদা সিলিন্ডার আকারের বিস্ফোরক।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মণিপুরে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সশস্ত্র বাহিনী, আসাম রাইফেলস ও স্থানীয় পুলিশের এই সমন্বিত প্রচেষ্টা চলমান থাকবে।

উল্লেখ্য, গত দুই বছর ধরে মণিপুরে জাতিগত সংঘাত ও বিচ্ছিন্নতাবাদী সহিংসতার কারণে উত্তেজনা চরমে পৌঁছেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed