২০২৩ সালের পুরোনো ভিডিওকে রুমায় বিজিবি কর্তৃক পাহাড়ি নারীদের আক্রমণের ঘটনা বলে প্রচার
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৩ সালের পুরোনো একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে বান্দরবানের রুমায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পাহাড়ি নারীদের আক্রমণের স্বীকার হয়েছেন।
দেখুন এখানে-
অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের ভিডিও। সেসময়ে খাগড়াছড়ির পানছড়িতে স্থানীয় বাসিন্দা এবং বিজিবি’র মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এটি সেই ঘটনারই দৃশ্য।
প্রথমে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘Hla Thowai’ নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরুর অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।
উক্ত ভিডিওটির ক্যাপশনে এটি খাগড়াছড়ির পানছড়ি পুজগাং এলাকা ঘটনা বলে উল্লেখ করা হয়।
পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেশিয় মূলধারার সংবাদমাধ্যম বাংলা ভিশনের ওয়েবসাইটে ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর আলোচিত বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
দেখুনঃ https://archive.ph/d7ZSe
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সাড়ে ১২ লাখ টাকাসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে আটকের জেরে ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর বিকেলে খাগড়াছড়ির পানছড়িতে সন্ত্রাসীরা বিজিবি’র ওপর হামলা চালিয়ে টাকাসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। হামলায় ৯ বিজিবি সদস্য আহত হয়।
তবে, এই ঘটনায় এলাকাবাসী এবং বিজিবির পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, বান্দারবনের রুমায় বিজিবি এবং এলাকাবাসীর মধ্যকার হাতাহাতির পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।