সাজেক পর্যটন- ব্যবহৃত প্লাস্টিক ও বোতল ফেরত দিলে নগদ টাকা পাবেন পর্যটকরা - Southeast Asia Journal

সাজেক পর্যটন- ব্যবহৃত প্লাস্টিক ও বোতল ফেরত দিলে নগদ টাকা পাবেন পর্যটকরা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে অবস্থিত পাহাড়ের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষনীয় পর্যটন কেন্দ্র সাজেকে ঘুরতে আসা পর্যটকরা নিজেদের ব্যবহৃত ও পরিত্যক্ত প্লাস্টিক ও বোতল ফেরত দিলে বিনিময়ে নগদ টাকা পাবেন বলে ঘোষনা করেছে ট্যুরিস্ট গ্রুপ ওয়াইল্ড ট্যুরিজম বাংলাদেশ। পর্যটন কেন্দ্র সাজেকে যত্রতত্র প্লাস্টিক পন্য না ফেলতেও পর্যটকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা। ব্যবহৃত প্লাস্টিকের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেবে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারি রাঙামাটির সাজেকে ভ্রমণ আয়োজন করেছে ওয়াইল্ড ট্যুরিজম বাংলাদেশ। সেখানে বেড়াতে যাওয়া পর্যটকরা প্লাস্টিকের একটি মোড়কজাত প্যাকেট জমা দিলে ১ টাকা, দেড় লিটার পর্যন্ত পানির বোতল ২ টাকা, দুই লিটারের পানির বোতল ৩ টাকা এবং ৫ লিটারের পানির বোতল এনে দিলে ৫ টাকা পাবেন।

ওয়াইল্ড ট্যুরিজম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কেফায়েত শাকিল সংবাদমাধ্যমকে জানান, ‘বাংলাদেশের পর্যটন সম্ভাবনা ব্যাপক। কিন্তু অসাবধানতার কারণে মানুষের ফেলে রাখা বিভিন্ন প্লাস্টিক পন্যে পর্যটন কেন্দ্রগুলোর সৌন্দর্য ম্লান হয়ে যাচ্ছে। প্লাস্টিকে চাপা পড়ে বিলীন হচ্ছে সেন্টমার্টিনের প্রবাল। আমরা মনে করি, ‘পর্যটকদের মধ্যে যদি প্রাণ ও প্রকৃতি রক্ষায় সচেতনতাবোধ জাগ্রত করা যায় তাহলে সারাদেশে ইতিবাচক প্রভাব পড়তে পারে।’