পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে লোগাং জোন (৩ বিজিবি) এর নিয়মিত টহল দলের সদস্যরা এ অভিযান চালান। টহল কমান্ডার নায়েক সুবেদার মোঃ তুষার হোসাইনের নেতৃত্বে বিজিবি সদস্যরা পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় (বর্গ-৯২৭৬, এমএস ৭৯ এম/১৫) এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মোট ৯৬ টুকরো সেগুন কাঠ জব্দ করা হয়। কাঠের পরিমাণ ৯১.২২ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১৪ হাজার টাকা।

জব্দকৃত কাঠ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি বন বিভাগ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed