বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাথে তুরস্কের বিমান বাহিনী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের বিমান বাহিনী প্রতিনিধি মেজর জেনারেল কাদিরকান কট্টাস।
মঙ্গলবার রাজধানীর বিমান বাহিনী সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় দুই দেশের বিমান বাহিনী প্রধানরা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি, সামরিক সম্পর্ক আরও জোরদার করা এবং ভবিষ্যৎ কৌশলগত বন্ধন সুদৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের দূতাবাসের সামরিক অ্যাটাশে কর্নেল হিলমি বারিস ইয়িলদিজ উপস্থিত ছিলেন।
বিমান বাহিনী সদর দপ্তর সূত্রে জানা যায়, এ ধরনের উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ দুই দেশের আকাশ প্রতিরক্ষা খাতে সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।