মানিকছড়িতে সড়ক দুর্ঘটনা: সেনাবাহিনীর তাৎক্ষণিক উদ্ধার অভিযানে প্রাণে বাঁচলেন আহতরা

মানিকছড়িতে সড়ক দুর্ঘটনা: সেনাবাহিনীর তাৎক্ষণিক উদ্ধার অভিযানে প্রাণে বাঁচলেন আহতরা

মানিকছড়িতে সড়ক দুর্ঘটনা: সেনাবাহিনীর তাৎক্ষণিক উদ্ধার অভিযানে প্রাণে বাঁচলেন আহতরা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বরইতলী এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়িগামী শান্তি পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে সেনা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

সেনাসদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

মানিকছড়িতে সড়ক দুর্ঘটনা: সেনাবাহিনীর তাৎক্ষণিক উদ্ধার অভিযানে প্রাণে বাঁচলেন আহতরা

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ নেওয়ায় আহতদের জীবন রক্ষা সম্ভব হয়েছে। স্থানীয়রা সেনাবাহিনীর তাৎক্ষণিক মানবিক ভূমিকার প্রশংসা করেন।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, দুর্ঘটনার মতো যেকোনো জরুরি পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষায় তারা সর্বদা প্রস্তুত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।