মিজোরামে আসাম রাইফেলসের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১

মিজোরামে আসাম রাইফেলসের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১

মিজোরামে আসাম রাইফেলসের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মিজোরাম রাজ্যের চাম্পাই জেলার জোখাওথার এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে আসাম রাইফেলস।

স্থানীয় পুলিশের সহযোগিতায় রবিবার ভোরে পরিচালিত এ অভিযানে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আসাম রাইফেলসের সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে একটি বাড়ি ঘিরে ফেলে যৌথ বাহিনী। পরবর্তীতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি ৫.৫৬ মি.মি. এম-৪এ১ কারবাইন ও ম্যাগাজিন, একটি রেড ডট সাইট, ৫.৫৬ মি.মি. ন্যাটো অস্ত্রের ১৯ রাউন্ড গুলি এবং ৭.৬২ মি.মি. ক্যালিবারের ১০০ রাউন্ড গুলি।

অভিযানে রবার্ট ভানলালিয়ানা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আটককৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামগ্রীসহ তাকে জোখাওথার থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

উল্লেখ্য, এর মাত্র দুদিন আগে মণিপুরের বিষ্ণুপুর জেলায় আসাম রাইফেলসের একটি কনভয়ে সশস্ত্র হামলা চালানো হয়। ওই ঘটনায় দুই জওয়ান নিহত এবং পাঁচজন আহত হন। হামলার সময় ৩৩ আসাম রাইফেলসের সদস্য নিয়ে একটি গাড়ি ইম্ফল থেকে বিষ্ণুপুরে যাচ্ছিল।

সাম্প্রতিক এ হামলাকে পূর্বাঞ্চলীয় অঞ্চলে নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে পরিকল্পিত সন্ত্রাসী তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed