সেনাবাহিনী ও আনসারে চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ছয়

সেনাবাহিনী ও আনসারে চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ছয়

সেনাবাহিনী ও আনসারে চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ছয়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সেনাবাহিনী ও আনসার ব্যাটালিয়নে চাকরি দেয়ার নামে প্রতারণায় জড়িত চক্রের মূলহোতাসহ ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) র‌্যাব-৪ কার্যালয়ে এ বিষয়ে বিস্তারিত জানান সদর কোম্পানি কমান্ডার।

তিনি বলেন, চক্রটির মূল হোতা সোহেল নিজেকে মেজর পরিচয়ে চাকরির প্রলোভন দেখিয়ে গ্রামের সহজ সরল লোকদের ফাঁদে ফেলে, ভুয়া নিয়োগপত্র দিতো। হাতিয়ে নিতো লাখ লাখ টাকা।

২০১৬ সাল থেকে চক্রটি এমন প্রতারণা করে আসছিলো। তারা দেশের বিভিন্ন এলাকায় লোকাল এজেন্টও নিয়োগ দেয়। এজেন্টরা মাঠ পরীক্ষাতে বাদ পড়াদের টার্গেট করে এমন প্রতারণা করছিলো বলে জানায় ভুক্তভোগীরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।