ফটিকছড়িতে সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের অভিযানে সশস্ত্র দুর্বৃত্ত ও মাদক ব্যবসায়ী আটক

ফটিকছড়িতে সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের অভিযানে সশস্ত্র দুর্বৃত্ত ও মাদক ব্যবসায়ী আটক

ফটিকছড়িতে সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের অভিযানে সশস্ত্র দুর্বৃত্ত ও মাদক ব্যবসায়ী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর নানুপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ, মাদক ও বিভিন্ন সরঞ্জামাদিসহ এক সশস্ত্র দুর্বৃত্ত ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোন এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তির নাম আব্দুল হালিম ইমন (৩৮)। তিনি ফটিকছড়ির আব্দুল্লাহপুর গ্রামের মো. শফির ছেলে।

অভিযানে সেনা টহল দল তল্লাশি চালিয়ে একটি শটগান, থ্রি-নট-থ্রি রাইফেলের ২ রাউন্ড গুলি, পিস্তলের ৬ রাউন্ড গুলি, শটগানের ৭ রাউন্ড গুলি, ৭.৬২ মিঃ মিঃ ব্ল্যাংক এ্যামোনিশন-০১ রাউন্ড, শট গানের ফায়ারকৃত কার্তুজ-১১ রাউন্ড, এ্যামোনিশন ক্লিপ-০১টি, ১৪৪ পিস ইয়াবা, ৯টি দেশীয় ধারালো অস্ত্র, ২টি রামদা, একটি চাইনিজ কুড়াল, ১৫টি মোবাইল ফোন, ২৫টি সিমকার্ড, একটি বডি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।

গ্রেফতারকৃত আসামিকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় তারা সর্বদা অঙ্গীকারবদ্ধ এবং সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed