লংগদুতে সেনা জোনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা

লংগদুতে সেনা জোনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা

লংগদুতে সেনা জোনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাহাড়ে সাম্প্রদায়িক শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে রাঙামাটির লংগদু সেনা জোনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

রবিবার লংগদু জোন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর রিফাত উদ্দীন।

এছাড়া স্থানীয় পুলিশ, আনসার, প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ, সেনা জোনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।

বক্তারা পার্বত্য অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপতৎপরতা রুখতে প্রশাসন, সেনাবাহিনী ও সাধারণ মানুষের মধ্যে নিবিড় সমন্বয় প্রয়োজন।

জোন অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, পাহাড়ে উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। সেনাবাহিনী সর্বদা স্থানীয় প্রশাসন ও জনগণের পাশে রয়েছে এবং থাকবে।

সভায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও শান্তি রক্ষায় সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed