খাগড়াছড়ির গুইমারায় সহিংসতার পর ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
![]()
নিউজ ডেস্ক
এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার পর খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় চতুর্থ দিনের মতো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ অব্যাহত থাকায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।
খাগড়াছড়ি সদর, পৌরসভা ও গুইমারা উপজেলায় এখনো ১৪৪ ধারা বহাল রয়েছে। এর ফলে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। শহর ও গুইমারার অধিকাংশ দোকানপাট বন্ধ। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় বিশেষ করে পর্যটকরা চরম দুর্ভোগে পড়েছেন।
এদিকে, জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধ চতুর্থ দিনেও চলছে। যদিও সংগঠনটির পক্ষ থেকে গতকাল অবরোধ শিথিলের ঘোষণা দেওয়া হয়েছিল, তবুও আজ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরে সীমিত পরিসরে ব্যাটারিচালিত টমটম চলাচল করতে দেখা যাচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় সেনাবাহিনীর টহলের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
গত ২৩ সেপ্টেম্বর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে রবিবার গুইমারায় সহিংসতা ছড়িয়ে পড়ে। এই সহিংসতায় তিনজন নিহত হন এবং সেনা কর্মকর্তাসহ কয়েকজন আহত হন। রামসু বাজারসহ বহু ঘর-বাড়ি ও অফিস পুড়িয়ে দেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে জানিয়েছেন, সহিংসতার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পুনর্বাসন ও চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন।
জেলা প্রশাসক আরও বলেন, অবরোধকারীদের সাথে প্রশাসনের আলোচনা হয়েছে। তাদের ৮ দফা দাবির মধ্যে ৭টি অ্যাড্রেস করা হয়েছে। তিনি আহ্বান জানান, “তারা যদি অবরোধ প্রত্যাহার করে, তবে আমরা ১৪৪ ধারা তুলে নেব।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।