খাগড়াছড়িতে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত

খাগড়াছড়িতে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত

খাগড়াছড়িতে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে উপস্থাপিত আট দফা দাবি বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে খাগড়াছড়িতে চলমান অবরোধ কর্মসূচি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে জুম্ম ছাত্র জনতা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক স্কুলপড়ুয়া কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা ধারাবাহিক শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছিল। এরই ধারাবাহিকতায় ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও ২৮ সেপ্টেম্বর গুইমারায় অবরোধ চলাকালে সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১৬ জন আহত হন। হামলাকারীরা বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট চালায় বলে অভিযোগ সংগঠনের।

এ পরিস্থিতিতে ২৯ সেপ্টেম্বর জেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় জুম্ম ছাত্র জনতার ছয় সদস্যের প্রতিনিধি দল প্রশাসনের কাছে আট দফা দাবি পেশ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয় এবং অবরোধ প্রত্যাহার করা হলে ১৪৪ ধারা প্রত্যাহারের কথাও জানানো হয়। ইতোমধ্যে গুইমারা হামলার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মঙ্গলবার দুপুরে গুইমারার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

জুম্ম ছাত্র জনতা জানিয়েছে, তাদের আন্দোলন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট নয়। সংগঠনের সমন্বয়ক ও বিএমএসসির ছাত্রনেতা উক্যনু মারমা বলেন, আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল নারীদের নিরাপত্তা নিশ্চিত করা ও ন্যায়বিচার আদায় করা।

সংগঠনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী ৮ দফা দাবি সময়মতো বাস্তবায়িত না হলে পুনরায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।