রিজিয়ন কাপে ফুটবলে বিজয়ী আলীকদম উপজেলা দলকে সেনাবাহিনীর সংবর্ধনা

রিজিয়ন কাপে ফুটবলে বিজয়ী আলীকদম উপজেলা দলকে সেনাবাহিনীর সংবর্ধনা

রিজিয়ন কাপে ফুটবলে বিজয়ী আলীকদম উপজেলা দলকে সেনাবাহিনীর সংবর্ধনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান সেনা রিজিয়ন কাপ প্রতিযোগিতা-২০২৫ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় আলীকদম উপজেলা ফুটবল দলকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেছে সেনাবাহিনীর ১৬ ইস্ট বেংগল রেজিমেন্ট। গত সোমবার আলীকদমে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠান ছিল উৎসবমুখর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ ইস্ট বেংগল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আতিকুল করিম।

এছাড়া উপ-অধিনায়ক, উপজেলা নির্বাহী অফিসার, আলীকদম থানার অফিসার ইন-চার্জ, ইউপি চেয়ারম্যানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার সার্বিক দায়িত্ব পালন ও আলীকদম উপজেলা ফুটবল দলের প্রশিক্ষণ মাঠ প্রদান করেছিল ১৬ ইস্ট বেংগল রেজিমেন্ট।

সমাপনী বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আতিকুল করিম বলেন, “এই বিজয় কেবল একটি ট্রফি নয়, এটি আলীকদমের গর্ব, উপজেলার অহংকার এবং তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার উৎস। প্রকৃত সাফল্য মানে শুধু জয় অর্জন নয়, বরং শৃঙ্খলা ও একতার মান বজায় রাখা।”

তিনি আরও উল্লেখ করেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সেনাবাহিনী জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। তিনি পাহাড়ি ও বাঙালি জনগণকে গুজব এড়িয়ে সেনাবাহিনীর ওপর আস্থা ও বিশ্বাস রাখার আহ্বান জানান।

এছাড়া তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন পাহাড়ে শান্তি ও সম্প্রীতির প্রতীক হয়ে উঠবে এবং পাহাড়ি-বাঙালি জনগণের বন্ধন আরও সুদৃঢ় করবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী দলের সাফল্যকে বিশেষভাবে স্মরণ করা হয় এবং আলীকদমের ফুটবল দলকে ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, সেনা রিজিয়ন কাপ প্রতিযোগিতা পাহাড়ের তরুণদের ক্রীড়ামুখী করে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed