দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন করলেন নানিয়ারচর সেনা জোন অধিনায়ক
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির নানিয়ারচরে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী জগন্নাথ মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (১ অক্টোবর) রাতে নানিয়ারচর উপজেলার একমাত্র পূজা মণ্ডপটি পরিদর্শন করেন নানিয়ারচর জোন অধিনায়ক লেঃ কর্নেল মশিউর রহমান।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে জোন অধিনায়ক বলেন, “দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক মিলন ও সম্প্রীতির উৎসব। এ দিনে সব ধর্ম, বর্ণ ও শ্রেণীর মানুষ মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে। বিশেষ করে চাকমা, তংচংঙ্গা, মারমা ও অন্যান্য জনগোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতি, সংগীত ও অতিথিপরায়ণতার মাধ্যমে এই উৎসবকে আরও বৈচিত্র্যময় করে তোলে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা এ অঞ্চলের প্রতিটি জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতিকে শ্রদ্ধা করে। আমরা শান্তি, নিরাপত্তা ও ভ্রাতৃত্ব বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী আপনাদের পাশে থাকবে। আপনারা নিয়মিতভাবে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন করবেন, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।”
এসময় জোন অধিনায়ক শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটিকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম, মেডিক্যাল অফিসার আতিকুজ্জামান, রাঙামাটি জেলা পরিষদ সদস্য দয়াল দাশসহ জোনের অন্যান্য অফিসার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে প্রতিবছরই দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সহায়তা প্রদান করা হয়, যা স্থানীয়দের মধ্যে আন্তরিকতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।