পূজার যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক সহযোগিতা করবে সেনাবাহিনী: কাপ্তাই জোন অধিনায়ক

পূজার যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক সহযোগিতা করবে সেনাবাহিনী: কাপ্তাই জোন অধিনায়ক

পূজার যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক সহযোগিতা করবে সেনাবাহিনী: কাপ্তাই জোন অধিনায়ক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই লগগেট জয় কালী মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান।

বুধবার (১ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী তিনি পূজা মণ্ডপগুলো ঘুরে দেখেন এবং পূজার সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলার পরিস্থিতি ও প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এসময় তিনি পূজা উদযাপন কমিটি, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

জোন অধিনায়ক পূজা উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে উল্লেখ করে বলেন, ‘যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনী তাৎক্ষণিক সহযোগিতা করবে। সকলেই যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে বিষয়টি আমরা নিশ্চিত করব।’

কাপ্তাই জোন অধিনায়ক আরও বলেন, দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।

এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের জোনাল স্টাফ অফিসার, সার্কেল এসপি, কাপ্তাই থানা পুলিশের ওসি, রাঙামাটি জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জোন অধিনায়কের এ সফরে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তার আন্তরিকতা ও সম্প্রীতির বার্তায় মুগ্ধ হন।

উল্লেখ্য, এ বছর কাপ্তাই উপজেলায় মোট ৮টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। হাজারো ভক্ত-দর্শনার্থীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রশাসনের কড়া নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনসাধারণও ‘সম্প্রীতি সভা’র মাধ্যমে পূজা উদযাপনে সক্রিয় সহযোগিতা করছেন, যাতে মহোৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।