সেনাবাহিনীর কার্যকর ভুমিকা: আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব
![]()
নিউজ ডেস্ক
গতকাল বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে দেশজুড়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। প্রতিমা বিসর্জনের সময় বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত-অনুরাগী ও সাধারণ মানুষের অংশগ্রহণে আনন্দঘন ও সম্প্রীতিময় পরিবেশের সৃষ্টি হয়।
সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজা মণ্ডপ ও মন্দিরে নির্বিঘ্নে পূজা অর্চনা সম্পন্ন করতে বাংলাদেশ সেনাবাহিনী সার্বক্ষণিক টহল পরিচালনা করে। পার্বত্য চট্টগ্রামসহ ৬২টি জেলায় সেনাসদস্যরা স্থানীয় প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ঘনিষ্ঠ সমন্বয় রেখে নিরাপত্তা নিশ্চিত করে। প্রতিমা বিসর্জনের কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর প্রত্যক্ষ ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল।
সেনাবাহিনী জানিয়েছে, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে তারা সর্বদা প্রস্তুত। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতেও সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ।
উল্লেখ্য, এবারের দুর্গোৎসবেও সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।