সেনাবাহিনীর কার্যকর ভুমিকা: আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব

সেনাবাহিনীর কার্যকর ভুমিকা: আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব

সেনাবাহিনীর কার্যকর ভুমিকা: আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গতকাল বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে দেশজুড়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। প্রতিমা বিসর্জনের সময় বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত-অনুরাগী ও সাধারণ মানুষের অংশগ্রহণে আনন্দঘন ও সম্প্রীতিময় পরিবেশের সৃষ্টি হয়।

সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজা মণ্ডপ ও মন্দিরে নির্বিঘ্নে পূজা অর্চনা সম্পন্ন করতে বাংলাদেশ সেনাবাহিনী সার্বক্ষণিক টহল পরিচালনা করে। পার্বত্য চট্টগ্রামসহ ৬২টি জেলায় সেনাসদস্যরা স্থানীয় প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ঘনিষ্ঠ সমন্বয় রেখে নিরাপত্তা নিশ্চিত করে। প্রতিমা বিসর্জনের কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর প্রত্যক্ষ ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল।

সেনাবাহিনী জানিয়েছে, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে তারা সর্বদা প্রস্তুত। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতেও সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ।

উল্লেখ্য, এবারের দুর্গোৎসবেও সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed