অপহরণ ও নিরাপত্তা সংকট: মণিপুরের কাংপোকপিতে দুই দিনের অর্থনৈতিক অবরোধ

অপহরণ ও নিরাপত্তা সংকট: মণিপুরের কাংপোকপিতে দুই দিনের অর্থনৈতিক অবরোধ

অপহরণ ও নিরাপত্তা সংকট: মণিপুরের কাংপোকপিতে দুই দিনের অর্থনৈতিক অবরোধ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যের কাংপোকপি জেলায় অপহরণ ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে দুই দিনের অর্থনৈতিক অবরোধের ডাক দিয়েছে স্থানীয় সংগঠন কমিটি অন ট্রাইবাল ইউনিটি (CoTU)। সংগঠনটি অভিযোগ করেছে, ঘটনার পরও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

CoTU জানায়, ৭ অক্টোবর মধ্যরাত থেকে ৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত চলবে এই অবরোধ। অবরোধের ফলে জাতীয় সড়ক ২ (NH-2) দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

সংগঠনটির দাবি, গত ২ অক্টোবর কাংপোকপি জেলার মাখান গ্রাম থেকে স্থানীয় বাসিন্দা কামগিনলেন চংলয়-কে অপহরণ করা হয়। ঘটনাস্থলটি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ট্রাইবাল ইউনিভার্সিটি-এর নিকটে অবস্থিত। ঘটনার পর CoTU প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল। কিন্তু ৪ অক্টোবর সময়সীমা শেষ হলেও সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ সংগঠনটির।

৬ অক্টোবর প্রকাশিত এক বিবৃতিতে CoTU কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে (MHA) অভিযুক্ত করে বলেছে—

“বাফার জোনে নিরাপত্তা জোরদারে সরকারের অনীহা স্থানীয় কুকি-জো জনগোষ্ঠীর ভয় ও অনিশ্চয়তাকে আরও গভীর করছে।”

সংগঠনটি জানায়, প্রশাসনের ব্যর্থতার কারণে বারবার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই বাধ্য হয়ে তারা এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।

CoTU-র পক্ষ থেকে দাবি জানানো হয়েছে—

বাফার জোনে অবিলম্বে নিরাপত্তা বৃদ্ধি করতে হবে,

মাখান ও লেইখামপোকপি গ্রামের মধ্য দিয়ে যাতায়াতকারী যাত্রীদের জন্য নিরাপদ চলাচলের নিশ্চয়তা দিতে হবে।

CoTU এক বিবৃতিতে আরও জানিয়েছে,

“এই অবরোধের লক্ষ্য কোনো বিশৃঙ্খলা সৃষ্টি নয়, বরং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্তৃপক্ষকে বর্তমান নিরাপত্তা ঘাটতি দূর করতে বাধ্য করা।”

স্থানীয় সূত্রে জানা গেছে, অবরোধ চলাকালীন সময় কাংপোকপি থেকে চুরাচাঁদপুরের সংযোগ সড়ক দিয়ে যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির আশঙ্কা করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।