বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

হবিগঞ্জ জেলার ৫৫ বিজিবি মাদক ও চোরাচালান দমনে কঠোর ভূমিকা পালন করে যাচ্ছে। এরই অংশ হিসেবে মৌলভীবাজার জেলার কনকপুর ইউনিয়নের দুর্লভপুর নামক স্থানে বিজিবি ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে একটি বাড়ীতে মজুদ রাখা চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস এবং সিগারেট জব্দ করেছে। সোমবার মধ্যরাতে এসব তথ্য নিশ্চিত করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান।

দীর্ঘদিন যাবত মৌলভীবাজার জেলার কনকপুর ইউনিয়নের দুলর্ভপুর এলাকা দিয়ে চোরাকারবারীরা ভারতীয় মদ, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার চোরাচালানী পণ্য বহন করে মজুদ করছে এবং সুবিধাজনক সময়ে ছোট পিকআপ ভ্যান ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে।

এমন তথ্য সেনাবাহিনী ও বিজিবির নজরে আসলে ওই এলাকায় উভয় বাহিনী নজরদারী বৃদ্ধিসহ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এর অংশ হিসেবে সেনাবাহিনীর মৌলভীবাজার অস্থায়ী ক্যাম্প জানতে পারে, দুর্লভপুর এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও সিগারেট মজুদ রয়েছে। ওই সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজিলুর রহমান ও সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের মৌলভীবাজার অস্থায়ী ক্যাম্পের ক্যাপ্টেন শোহোরাব হোসেন, ১৫ ফিন্ড রেজিমেন্ট আর্টিলারি এর সহযোগিতায় বিজিবি এবং সেনাবাহিনীর বিশেষ টহলদল দুর্লভপুর এলাকায় আকষ্মিক যৌথ অভিযান পরিচালনা করে।

এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস যেমন নিভিয়া বডি লোশন, স্কীন সানরাইজ ক্রীম, স্কীন ব্রাইট ক্রীমসহ মন্ড, ওরিস ও প্যাটরন ব্র্যান্ডের ভারতীয় সিগারেট জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা। অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পূর্বেই ঘটনাস্থল ত্যাগ করে, ফলে যৌথ টহলদলের অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

যৌথ অভিযান ছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন জেলার মাধবপুর উপজেলায় তেলিয়াপাড়া ও রাজেন্দ্রপুর বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় ২টি পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় ১২.৫ কেজি গাঁজা এবং আতশবাজী আটক করে। আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬১ হাজার ৯০ টাকা।

এর পাশাপাশি ৫৫ বিজিবির সিন্দুরখান বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১০ ঘনফুট একাশি কাঠ উদ্ধার করে। যার আনুমানিক সিজারমূল্য ২৫ হাজার টাকা।

এসব অভিযান সম্পর্কে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন- দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে হবিগঞ্জ ব্যাটালিয়ন বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করেছে।

এরই ধারাবাহিকতায় সরাইল রিজিয়নের শ্রীমঙ্গল সেক্টরের অধীনে ৫৫ বিজিবি, সেনাবাহিনীর সাথে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করেছে। বিজিবি হলো জনগণের আস্থার প্রতীক, আর সেই আস্থাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান আরও জোরদার করা হবে। জব্দকৃত সকল পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।

একই সঙ্গে চোরাচালানী চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed