পাহাড়ে আন্তর্জাতিক যড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাওয়ার চেয়ারম্যানের

পাহাড়ে আন্তর্জাতিক যড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাওয়ার চেয়ারম্যানের

পাহাড়ে আন্তর্জাতিক যড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাওয়ার চেয়ারম্যানের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম ঘিরে আন্তর্জাতিক যড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাওয়ার চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল হক।

বুধবার (৮ অক্টোবর) সকালে রাজধানী মহাখালীতে রাওয়া হেলমেট হলে ‘সমস্যা সংকুল পার্বত্য চট্টগ্রাম: শান্তির অন্বেষণ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

কর্নেল আব্দুল হক বলেন, পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা যেমন বৈষম্যের শিকার, তেমনি সেনাবাহিনীও। এই বৈষম্য থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বের করতে হবে জাতীয়ভাবে। এ সময় পার্বত্য অঞ্চলে পাহাড়ি ও বাঙালি এক না হওয়া পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা হবে কি না, তা নিয়েও সন্দেহের কথা জানান তিনি।

এ সময় এই সেনা কর্মকর্তা আরও বলেন, পাহাড়ে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পারিক বোঝাপড়া ও ঐক্য অপরিহার্য। সমস্যার স্থায়ী সমাধান আনতে হলে পার্বত্য চট্টগ্রামকে শুধু প্রশাসনিকভাবে নয়, মানবিক ও জাতীয় দৃষ্টিকোণ থেকেও দেখতে হবে বলে জানান তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।