খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে নিরাপত্তা ও সহাবস্থান নিশ্চিতে বিজিবির জনসচেতনতামূলক সভা

খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে নিরাপত্তা ও সহাবস্থান নিশ্চিতে বিজিবির জনসচেতনতামূলক সভা

খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে নিরাপত্তা ও সহাবস্থান নিশ্চিতে বিজিবির জনসচেতনতামূলক সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার স্বনির্ভর বাজার এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে “জনসচেতনতামূলক আলোচনা ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর ২০২৫) দুপুর ১২টায় বিজিবির খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর উদ্যোগে স্বনির্ভর বাজারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন।

খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে নিরাপত্তা ও সহাবস্থান নিশ্চিতে বিজিবির জনসচেতনতামূলক সভা

সভায় নবনির্বাচিত বাজার কমিটি, স্থানীয় দোকান মালিক, ব্যবসায়ী ও সম্প্রতি ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা উপস্থিত ছিলেন।

সভায় নবনির্বাচিত বাজার কমিটির সঙ্গে পরিচিতি ও কুশল বিনিময়ের পাশাপাশি বাজারের সামগ্রিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, পারস্পরিক সহযোগিতা, এবং ভবিষ্যতে কোনো ধরনের দাঙ্গা, সহিংসতা বা ভুল বোঝাবুঝি প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে নিরাপত্তা ও সহাবস্থান নিশ্চিতে বিজিবির জনসচেতনতামূলক সভা

লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন বাজার কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, পাহাড়ি-বাঙালি ব্যবসায়ীদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলে শান্তি ও সহাবস্থানের পরিবেশ অটুট থাকবে। তিনি বাজার এলাকার নিরাপত্তা জোরদারে বাজার কমিটির ব্যবস্থাপনায় পাহাড়ি-বাঙালি সমন্বয়ে নিরাপত্তাকর্মী নিয়োগের প্রস্তাব দেন।

সভায় ৩২ বিজিবির পক্ষ থেকে গত ২৭ সেপ্টেম্বর স্বনির্ভর বাজারে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সহায়তা হিসেবে আর্থিক অনুদান প্রদান করা হয়।

খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে নিরাপত্তা ও সহাবস্থান নিশ্চিতে বিজিবির জনসচেতনতামূলক সভা

ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন অনুদানের অর্থ নবনির্বাচিত বাজার কমিটির সভাপতি রনিক ত্রিপুরার নিকট হস্তান্তর করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে তা দ্রুত ও স্বচ্ছভাবে বিতরণের আহ্বান জানান।

ঘটনার প্রতি গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করে তিনি বলেন, “ভবিষ্যতে যেন এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকতে হবে। পাহাড়ি-বাঙালি ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।