পাহাড় অনেকটা শান্ত, ইন্ধন ছিল ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদের: স্বরাষ্ট্র উপদেষ্টা
![]()
নিউজ ডেস্ক
পাহাড় এখন অনেকটাই শান্ত। পাহাড়ে অশান্তিতে ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদের ইন্ধন ছিল বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
আসন্ন ত্রয়োদশ নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে এমন লোকদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রনয়ণ করা হবে।
উপদেষ্টা জানান, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। দেড়লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ হবে। এবারের নির্বাচনে বিজিবির ১ হাজার ১০০ প্লাটুনে ৩৩ হাজার সদস্য নিয়োজিত থাকবে। ইতোমধ্যে ৬০ শতাংশ নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। তাছাড়া এবারের নির্বাচনে প্রায় ৮০ হাজার সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
‘ফ্যাসিস্টের লোকজন শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে না পারে, সেজন্য বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করেছিলো। কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীও এতে ইন্ধন জুগিয়েছিলো। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় তৎপরতার কারণে তাদের চক্রান্ত নস্যাৎ করা সম্ভব হয়েছে।’
উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি দেশের বাইরে যাব কেন, আমার স্ত্রী-সন্তান দেশেই থাকে। বিদেশে কার কাছে যাব।’
ট্রাইব্যুনালে পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচার চলাকালে সেনাবাহিনী তাদের হেফাজতে রাখতে চায়—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আইন অনুযায়ী ব্যবস্থা, আইনে যা আছে তাই হবে।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।