ঢাকা সেনানিবাসে শুরু হলো আন্তঃবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা–২০২৫
![]()
নিউজ ডেস্ক
সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের অংশগ্রহণে শুরু হয়েছে আন্তঃবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা–২০২৫। রবিবার (১২ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্বাবধানে এবং ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় তিন বাহিনীর মোট ১৫৬ জন ক্রীড়াবিদ ২২টি ইভেন্টে স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, এয়ার অধিনায়ক, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার, ঢাকা সেনানিবাস।
প্রধান অতিথি প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করে বলেন,
“এই প্রতিযোগিতা তিন বাহিনীর পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ক্রীড়ামনোভাব আরও জোরদার করবে। ক্রীড়ার মাধ্যমে শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা ও টিম স্পিরিট বৃদ্ধি পায়— যা প্রতিটি সৈনিকের জীবনের অবিচ্ছেদ্য অংশ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান, ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার, তিন বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্রীড়াবিদ ও গণমাধ্যমকর্মীরা।
প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো তিন বাহিনীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি, পেশাদারিত্বে ক্রীড়াচেতনা শক্তিশালী করা এবং জাতীয় পর্যায়ে সেরা ক্রীড়াবিদ গড়ে তোলা।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১৬ অক্টোবর ২০২৫ তারিখে এক জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার পর্দা নামবে। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।