কাপ্তাইয়ে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ: পাহাড়ি শিশুদের মুখে হাসি

কাপ্তাইয়ে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ: পাহাড়ি শিশুদের মুখে হাসি

কাপ্তাইয়ে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ: পাহাড়ি শিশুদের মুখে হাসি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি সেনা রিজিয়নের কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা হরিণছড়া মুখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার।

লে. কর্নেল সাদিক শাহরিয়ার বলেন,

“সেনাপ্রধানের দিকনির্দেশনায় এই শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে, যাতে দুর্গম এলাকার শিশুরাও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়।”

তিনি আরও জানান, সেনাবাহিনী শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিত করেই থেমে নেই, বরং অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন কর্মকাণ্ডেও সমানভাবে ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবকরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,

“দুর্গম এলাকায় যেখানে অনেক সময় লেখাপড়ার উপকরণ পাওয়া কঠিন, সেখানে সেনাবাহিনীর এই সহায়তা শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়াবে।”

সেনাবাহিনীর এমন উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed