খাগড়াছড়ির পাজেপ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে স্থায়ীভাবে অপসারণ করে প্রজ্ঞাপন জারি

খাগড়াছড়ির পাজেপ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে স্থায়ীভাবে অপসারণ করে প্রজ্ঞাপন জারি

খাগড়াছড়ির পাজেপ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে স্থায়ীভাবে অপসারণ করে প্রজ্ঞাপন জারি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান (দায়িত্ব থেকে বিরত) জিরুনা ত্রিপুরাকে স্থায়ীভাবে অপসারণ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। আজ (১৪ অক্টোবর) মঙ্গলবার মন্ত্রণালয়ের উপসচিব মোঙ্গঁল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, “খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ (২০ নং আইন) এর ধারা ১২(১)(গ) মোতাবেক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব জিরুনা ত্রিপুরাকে তার পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হলো।”

অভিযোগ ও আইনি প্রেক্ষাপট

ওই ধারায় বলা হয়েছে— পরিষদের চেয়ারম্যান বা সদস্য অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, স্বজনপ্রীতি বা ইচ্ছাকৃত কুশাসনের দোষে দোষী হলে তিনি তার পদ থেকে অপসারণযোগ্য হবেন।

জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে জেলা পরিষদের সদস্য, কর্মকর্তাসহ বিভিন্ন মহল থেকে একাধিক অভিযোগ ওঠে, যার মধ্যে ছিল— দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে দুর্ব্যবহার, স্বজনপ্রীতি, শিক্ষক বদলি বাণিজ্য, ঠিকাদারদের কাছ থেকে ঘুষ গ্রহণ এবং বিল আটকে রাখাসহ নানা অনিয়ম।

খাগড়াছড়ির পাজেপ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে স্থায়ীভাবে অপসারণ করে প্রজ্ঞাপন জারি

তদন্তে প্রমাণিত দুর্নীতি

২০২৫ সালের ৭ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় অভিযোগের পরিপ্রেক্ষিতে জিরুনা ত্রিপুরাকে সব ধরনের দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত রাখার নির্দেশ দেয় এবং তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত কমিটি পরবর্তীতে জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে আনা সব অভিযোগের সত্যতা পায়। সেই প্রতিবেদন পর্যালোচনার পর মন্ত্রণালয় আজ স্থায়ী অপসারণের আদেশ জারি করে।

প্রজ্ঞাপনের অনুলিপি প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, মন্ত্রী পরিষদ সচিব, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ মোট ২২টি দপ্তরে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, জিরুনা ত্রিপুরা ২০২৪ সালের ৭ নভেম্বর খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। মাত্র এক বছরের মাথায় দায়িত্ব পালনের সময় নানা অনিয়ম ও অভিযোগে জড়িয়ে তিনি পদচ্যুত হলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।