কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২, সীমান্তজুড়ে হাই অ্যালার্ট

কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২, সীমান্তজুড়ে হাই অ্যালার্ট

কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২, সীমান্তজুড়ে হাই অ্যালার্ট
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় যৌথ নিরাপত্তা অভিযান চলাকালে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ‘সন্ত্রাসীদের’ বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) রাতে মাছল সেক্টরে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় এ ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় সেনা কর্তৃপক্ষ।

সেনাবাহিনীর জারি করা বিবৃতিতে বলা হয়, জম্মু ও কাশ্মীর পুলিশের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় যৌথ অভিযান শুরু করা হয়। সেনাবাহিনীর টহলদল সন্দেহজনক গতিবিধি দেখতে পেলে ‘সন্ত্রাসীদের’ চ্যালেঞ্জ জানায়। এ সময় তারা নির্বিচারে গুলি চালালে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালায়। এতে দুই ‘সন্ত্রাসী’ নিহত হয়।

দেশটির সেনা কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এলাকা জুড়ে এখনও তল্লাশি অভিযান চলছে এবং সীমান্ত ঘেঁষা অঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে শীতকাল শুরুর প্রেক্ষাপটে সন্ত্রাসী অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্কতা জোরদারের নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে তিনি বলেন, ‘আবহাওয়া খারাপ হয়ে গেলে তা কাজে লাগিয়ে সন্ত্রাসীরা নিয়ন্ত্রণরেখা (এলওসি) ও আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে। তাই নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে।’

উচ্চপর্যায়ের ওই বৈঠকে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, গোয়েন্দা ব্যুরোর পরিচালক, সেনাপ্রধান, রাজ্যের প্রধান সচিব ও পুলিশের মহাপরিচালকসহ সশস্ত্র বাহিনী ও কেন্দ্রীয় সরকারের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed