রোয়াংছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সহায়তা প্রদান
 
                 
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। ২৯ জানুয়ারী বুধবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের হাতে নগদ সহায়তা তুলে দেন।

এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মোট ১২টি পরিবারের হাতে চার হাজার টাকা করে অনুদান তুলে দেন নেতৃবৃন্দ। এছাড়া যেকোন দুর্যোগে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা।
এসময় অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতা জনাব কাজী মজিবুর রহমান, ক্যাপ্টেন (অব:) তারু মিয়া, এ্যাডভোকেট নাছির উল আলম, মোঃ নাসির উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ শাহ জালাল ও মোঃ মিজানুর রহমান আখন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২৮ জানুয়ারী রাত ১২টায় রোয়াংছড়ি বাজারে আকস্মিক এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭টি দোকান ও ৫টি বসতঘর পুড়ে যায়, এতে প্রায় ৮০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
