থানচিতে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি যিশুরাং ত্রিপুরা গ্রেপ্তার

থানচিতে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি যিশুরাং ত্রিপুরা গ্রেপ্তার

থানচিতে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি যিশুরাং ত্রিপুরা গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অস্ত্র আইনের মামলায় আদালত কর্তৃক ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘদিন পলাতক থাকা আসামি যিশুরাং ত্রিপুরাকে (৩৮) গ্রেপ্তার করেছে বান্দরবানের থানচি থানা পুলিশ।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে থানচি উপজেলার বলি বাজার এলাকায় এসআই এজাজ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত যিশুরাং ত্রিপুরা রুমা উপজেলার ৪নং গ্যালাংগা ইউনিয়নের ১নং ওয়ার্ড রামদু পাড়ার মানলা ত্রিপুরার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে ২০০৫ সালের ৯ সেপ্টেম্বর রুমা থানায় অস্ত্র আইন ১৮৭৮-এর ১৯(এ) ধারায় মামলা দায়ের করা হয় (মামলা নং-০২/০৫)। পরবর্তীতে মামলাটি বিশেষ ট্রাইব্যুনাল নং ৭৮/০৫ এবং জিআর নং ১৭৯/০৫ হিসেবে বিচারাধীন ছিল।

বিচার শেষে আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করলে সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। অবশেষে পুলিশের অভিযানে তিনি ধরা পড়েন। গ্রেপ্তারের পর যিশুরাং ত্রিপুরাকে সরাসরি বান্দরবান বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, “অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো অপরাধীই বিচার এড়িয়ে যেতে পারবে না।”

পাহাড়ে অবৈধ অস্ত্র ব্যবহার ও সংশ্লিষ্ট অপরাধ দমনে এই গ্রেপ্তারকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed