খাগড়াছড়িতে বিজিবির বিশেষ অভিযান: ৬৫ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়িতে বিজিবির বিশেষ অভিযান: ৬৫ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়িতে বিজিবির বিশেষ অভিযান: ৬৫ ঘনফুট অবৈধ কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত বিজিবির খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত সেগুন ও গামারী কাঠ জব্দ করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বান্দরসিং বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২৬০/১০-আরবি থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে বি-টিলা নতুনপাড়া বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ কাঠ পাচারের বিষয়ে তথ্য পেয়ে বান্দরসিং বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে কাঠ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে টহল দল ৬৫ ঘনফুট সেগুন ও গামারী কাঠ জব্দ করে। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার ২৫০ টাকা। কাঠগুলো মাটিরাঙা বনবিটে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, “সীমান্ত এলাকায় কাঠসহ সকল ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। জনগণের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

প্রসঙ্গত, সীমান্তবর্তী পাহাড়ি বনাঞ্চলজুড়ে দীর্ঘদিন ধরেই সংগঠিত চোরাচালান চক্র কাঠ পাচারে সক্রিয় রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed