বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকীতে বিমান বাহিনীর বিনম্র শ্রদ্ধা

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকীতে বিমান বাহিনীর বিনম্র শ্রদ্ধা

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকীতে বিমান বাহিনীর বিনম্র শ্রদ্ধা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আজ ২৯ অক্টোবর বুধবার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী। মহান মুক্তিযুদ্ধের অগ্রদূত, দেশপ্রেম, সাহস ও আত্মোৎসর্গের অনন্য দৃষ্টান্ত এই শহীদের প্রতি বাংলাদেশ বিমান বাহিনী গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।

১৯৪১ সালের এই দিনে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালের ১৫ আগস্ট তিনি পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন এবং ১৯৬৩ সালের ২৩ জুন জেনারেল ডিউটি (পাইলট) শাখায় কমিশন লাভ করেন। ১৯৬৭ সালের ৪ অক্টোবর তাঁর কৃতিত্ব, পেশাগত দক্ষতা ও তৎপরতার স্বীকৃতিস্বরূপ তাঁকে “সিতারা-এ-হার্ব” খেতাবে ভূষিত করা হয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর ২৫ মার্চের কালরাতে তিনি অবস্থান করছিলেন নরসিংদীর রায়পুর উপজেলার রামনগর গ্রামে। যুদ্ধ শুরুর পর তিনি ঝুঁকি উপেক্ষা করে ভৈরবে একটি ট্রেনিং ক্যাম্প স্থাপন করেন, যেখানে অসংখ্য বাঙালি যুবককে সামরিক প্রশিক্ষণ দেন। পরবর্তীতে তিনি পরিকল্পনা অনুযায়ী কর্মস্থলে ফিরে দেশের পক্ষে সরাসরি যুদ্ধে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন।

২০ আগস্ট ১৯৭১ সালে তিনি করাচির মাশরুর বিমানঘাঁটি থেকে একটি টি-৩৩ প্রশিক্ষণ বিমান ছিনিয়ে নিয়ে মাতৃভূমিতে ফিরে আসার উদ্দেশ্যে উড্ডয়ন করেন। উড্ডয়নের সময় ককপিটে থাকা অপর পাঞ্জাবি বৈমানিকের সঙ্গে নিয়ন্ত্রণ দখলের সংগ্রামে বিমানটি বিধ্বস্ত হয় এবং তিনি শাহাদাত বরণ করেন। তাঁর এই আত্মত্যাগকে জাতি স্বাধীনতার অমর উৎসর্গ হিসেবে স্মরণ করে।

স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ সরকার তাঁর অসীম বীরত্ব, দেশপ্রেম ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মাননা “বীরশ্রেষ্ঠ” খেতাবে ভূষিত করে। মুক্তিযুদ্ধের ইতিহাসে তিনি এক উজ্জ্বল নক্ষত্র, দেশের স্বাধীনতা সংগ্রামের চিরস্মরণীয় প্রতীক।

বিমান বাহিনী জানায়—বীরশ্রেষ্ঠ মতিউর রহমান শুধুমাত্র একজন সামরিক বীর নন, তিনি স্বাধীনতার চেতনা, সাহস ও আত্মোৎসর্গের অমোঘ প্রতীক। তাঁর স্মৃতি আগামী প্রজন্মকে দেশপ্রেমের শপথ নিতে অনুপ্রাণিত করে যাবে।

উল্লেখ্য, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জীবন ও মৃত্যু বাঙালির জাতীয় সত্তা ও স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় হয়ে আছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *