গুম-হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে হেফাজতে ইসলামের মানববন্ধন
![]()
নিউজ ডেস্ক
গুম-হত্যার বিচার, মুসলিম নারীদের ওপর নির্যাতনের প্রতিকার এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা শাখা।
বুধবার (২৯ অক্টোবর) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি চট্টগ্রামের আইনজীবী অ্যাডভোকেট শহিদ আলিফকে নির্মমভাবে হত্যার ঘটনা, গাজীপুরে এক মসজিদের খতিবকে গুম করে হত্যাচেষ্টা এবং দেশের বিভিন্ন স্থানে মুসলিম মেয়েদের ওপর সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনাগুলোর পেছনে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘ইসকন’-এর সংশ্লিষ্টতা রয়েছে। এসব ঘটনার দ্রুত বিচার ও ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার আমির মাওলানা ক্বারী ওসমান গনি। সঞ্চালনা করেন জেলা হেফাজতের অর্থ সম্পাদক হাফেজ মাওলানা নাছির উদ্দীন। এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি ইমাম উদ্দিন কাসেমী, খেলাফত মজলিস খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা আখতারুজ্জামান ফারুকী, জেলা হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি শামীম হোসাইন ফারুকী, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা এম জামালুল হাসান জামিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা কাউছার আজিজি। এছাড়া দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙা ও অন্যান্য উপজেলার শীর্ষ আলেম-উলামা ও তৌহিদি জনতা উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, ‘ইসকন’ একটি উগ্রবাদী ও ধর্মবিদ্বেষী সংগঠনÑ যা দেশের শান্তিপ্রিয় মুসলমানদের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রে লিপ্ত। তাদের কর্মকাণ্ড কেবল ধর্মীয় অনুভূতিতে আঘাতই নয়, বরং রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্যও হুমকিস্বরূপ। তারা আরও বলেন, ‘মুসলিম প্রধান এই দেশে উগ্র হিন্দুত্ববাদী কোনো সংগঠনের স্থান নেই। সরকার যদি অবিলম্বে ইসকন নিষিদ্ধ না করে, তবে সারা দেশে ইসকনবিরোধী আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে।’
মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক আলেম-উলামা, ছাত্র ও তৌহিদি জনতা অংশগ্রহণ করেন। সবশেষে বক্তারা শহিদ আলিফ হত্যাসহ সব ধর্মীয় নিপীড়নের ঘটনার দ্রুত বিচার, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে রাষ্ট্রীয়ভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।