ইউপিডিএফ সন্ত্রাসীদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে পিসিসিপির বিক্ষোভ সমাবেশ

ইউপিডিএফ সন্ত্রাসীদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে পিসিসিপির বিক্ষোভ সমাবেশ

ইউপিডিএফ সন্ত্রাসীদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে পিসিসিপির বিক্ষোভ সমাবেশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির সদর ও গুইমারা এলাকায় ইউপিডিএফ সন্ত্রাসীদের হামলায় বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং সন্ত্রাসীদের গুলিতে তিনজন সাধারণ পাহাড়ি যুবক নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।

বুধবার সকালে শহরের চেঙ্গী স্কয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উপদেষ্টা আব্দুল মজিদ। বক্তব্য প্রদান করেন যুব পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি এডভোকেট আফসার রনি এবং ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. শাহাদাত হোসেন কায়েসসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, ইউপিডিএফ সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। তারা নিরীহ বাঙালি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাধারণ মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে, দোকানপাটে আগুন দিচ্ছে, এমনকি শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত রেহাই পাচ্ছে না।

বক্তারা আরও বলেন, সাম্প্রতিক এসব হামলা শুধু সহিংসতা নয়, এটি শান্তি ও সম্প্রীতি নষ্ট করার একটি সুপরিকল্পিত নৈরাজ্য। তারা দাবি জানান—ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে সতর্ক করেন নেতৃবৃন্দ। একই সাথে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিলম্ব হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ মিছিলে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেয়। সমাবেশ现场ে সাধারণ মানুষের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ইউপিডিএফ সন্ত্রাসীদের সহিংস কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও আতঙ্ক বেড়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *