খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩ লাখ টাকার মালামাল জব্দ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ বাংলাদেশী মালামাল ভারতে পাচারের সময় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৩ বিজিবির অধীনস্থ গিলাতলী বিওপির একটি টহল দল রবিবার বিকেল আনুমানিক ৪টার দিকে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, টহল কমান্ডার নায়েক সুবেদার মোঃ আইউবুর রহমানের নেতৃত্বে ১২ সদস্যের টহল দল গিলাতলী বিওপি হতে প্রায় ২.৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে নতুন পাড়া এলাকায় (মেইন পিলার ২২৬৬/১০ এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে) অভিযান চালায়। এসময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হয়।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে—সিস্টেম প্লাস, বনলতা সালসা, ব্যাবিসেট কিডনাসক, বিভিন্ন প্রজাতির শুকনো মাছ (চ্যাপা, শাপলা পাতা, পাতা, হাঙ্গর), এবং কাচি ডাটা সহ আরও বেশ কিছু পণ্য।
জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ৩ লক্ষ ১০ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযানে আরও কঠোরতা বাড়ানো হবে। আটককৃত মালামাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, সীমান্ত এলাকাজুড়ে মাদক, অবৈধ পণ্য ও চোরাচালান দমনে বিজিবি ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করছে, যার ফলে এ ধরনের পাচার কার্যক্রম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।