সেনা আইন ও আইসিটি আইনকে মুখোমুখি করা ঠিক হবে না: সেনা সদর

সেনা আইন ও আইসিটি আইনকে মুখোমুখি করা ঠিক হবে না: সেনা সদর

সেনা আইন ও আইসিটি আইনকে মুখোমুখি করা ঠিক হবে না: সেনা সদর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সেনা ও আইসিটি দুটি স্পেশাল এক্ট, দুটি আইনকে মুখোমুখি করা ঠিক হবে না, সরকার যেভাবে ভালো মনে করবে সেভাবে অভিযুক্ত সেনা সদস্যদের বিচারপ্রক্রিয়া চলবে বলে সেনা সদরের ব্রিফিং-এ জানানো হয়।

বুধবার ৫ অক্টোবর, ঢাকা সেনানিবাসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

ব্রিফিং এ আরও বলা হয়, সেনাবাহিনীও চায়, সরকারের রূপরেখা অনুযায়ী নির্বাচন হোক। দেশের স্থিতিশীলতা আসলে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যেতে পারবে, সেদিকে তাকিয়ে আছি। নির্বাচনে কি করনীয় সেটি মাথায় রেখে প্রশিক্ষণ দেয়া হচ্ছে সেনা সদস্যদের।

সেনা সদর থেকে জানানো হয়, যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয়, অনেক দিন বাইরে থাকায় প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে সেনা সদস্যদের। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যেতে চায়।

অস্ত্র উদ্ধার নিয়ে সেনাবাহিনীর বিবৃতিতে উল্লেখ করে বলা হয়, ঢাকামুখি অস্ত্র উদ্ধার নিয়ে চিন্তিত সেনাবাহিনী। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুত আছে সেনাবহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed