লালমনিরহাট সীমান্তে দখলের খবরটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত- বিজিবির প্রতিবাদ ও নিন্দা

লালমনিরহাট সীমান্তে দখলের খবরটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত- বিজিবির প্রতিবাদ ও নিন্দা

লালমনিরহাট সীমান্তে দখলের খবরটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত- বিজিবির প্রতিবাদ ও নিন্দা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল?” শিরোনামে একটি উদ্দেশ্যপ্রণোদিত, মনগড়া ও রাষ্ট্রবিরোধী গুজব প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, এ ধরনের মিথ্যাচার ও বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে। বিজিবি এ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি স্পষ্ট করে জানায়, সার্বভৌম বাংলাদেশের সীমান্তের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড বিজিবির পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্ত রক্ষায় বিজিবির প্রতিটি সদস্য দেশপ্রেম ও সর্বোচ্চ পেশাগত দক্ষতায় দায়িত্ব পালন করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা গুজব প্রচার বা মন্তব্য করা থেকে বিরত থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানায় বিজিবি। পাশাপাশি এ ধরনের অপপ্রচারকারীদের বিষয়ে সতর্ক থাকারও অনুরোধ জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed