উৎসবমুখর পরিবেশে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো ‘জোন কমান্ডার্স স্কলারশিপ–২৫’
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে দ্বিতীয় বারের মতো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘জোন কমান্ডার্স স্কলারশিপ–২৫’। শনিবার (৮ নভেম্বর) সকালে কাপ্তাই শিশু নিকেতন স্কুলে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন (৩৮ বীর) এর সার্বিক তত্ত্বাবধানে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই ও পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উৎসাহিত করতে আয়োজিত এ পরীক্ষায় মোট ৩৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এসেছেন রাঙামাটি জেলার কাপ্তাই, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা, পার্শ্ববর্তী এলাকার ২৮টি প্রাথমিক বিদ্যালয়, ১৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২টি মাদ্রাসা থেকে। তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ‘ক’ ও ‘খ’ বিভাগে ভাগ করে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অর্জিত নম্বরের ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড—দুই ক্যাটাগরিতেই বৃত্তি প্রদান করা হবে।
পরীক্ষা চলাকালে কেন্দ্রজুড়ে ছিল শিক্ষার্থীদের প্রাণবন্ত প্রতিযোগিতা আর শেখার আগ্রহের ইতিবাচক আবহ। বিদ্যালয় প্রাঙ্গণে পরীক্ষা চলার সময় বাইরে অপেক্ষমান অভিভাবকরা এমন উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও শিক্ষাবান্ধব বলে মন্তব্য করেন।
এদিন সকাল সাড়ে ১০টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কাপ্তাই জোন অধিনায়ক লেঃ কর্নেল নাজমুল কাদির।
তিনি বলেন— “এ আয়োজনের উদ্দেশ্য শুধুমাত্র বৃত্তি প্রদান নয়, বরং কাপ্তাই অঞ্চলে শিক্ষার মান উন্নয়ন এবং বিদ্যালয়গুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করা।”
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ইউনিটের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জিয়াউর রহমান এবং শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রেহানা আক্তারসহ জোনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবক, শিক্ষক এবং কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন জানান— “বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ প্রশংসনীয়। পাহাড়ি ও বাঙ্গালি শিক্ষার্থীদের সমানভাবে শিক্ষার সুযোগ নিশ্চিত করতে এটি বড় ভূমিকা রাখছে। আমরা আশা করি, এই কার্যক্রম প্রতিবছর অব্যাহত থাকবে।”
প্রসঙ্গত, পার্বত্য জনপদে শিক্ষার প্রসার ও উন্নয়নে সেনাবাহিনী ইতোমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, বৃত্তি প্রদান, শিক্ষাসামগ্রী বিতরণসহ দীর্ঘদিন ধরে ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।