পাকিস্তানের সংবিধান সংশোধন, সামরিক কাঠামোতে বড় পরিবর্তন
![]()
নিউজ ডেস্ক
অপারেশন সিন্ধুর’র পর সামরিক কাঠামোতে বড় পরিবর্তন আনল পাকিস্তান। শনিবার (৮ নভেম্বর) দেশটির সংসদে ২৭তম সংবিধান সংশোধনী বিল পাস করা হয়েছে, যার মাধ্যমে তিন বাহিনীর মধ্যে আরও সমন্বয় ও ঐক্যবদ্ধ কমান্ড নিশ্চিত করতে ‘চিফ অব ডিফেন্স ফোর্সেস’ নামে নতুন পদ সৃষ্টি করা হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বিলে সংবিধানের ২৪৩ অনুচ্ছেদে সংশোধন আনা হয়েছে, যা সশস্ত্র বাহিনীর বিষয়াদি নিয়ন্ত্রণ করে। সংশোধন অনুযায়ী, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস নিয়োগ দেবেন।
বিলে বলা হয়েছে, সেনাপ্রধান একই সঙ্গে চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবেও দায়িত্ব পালন করবেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান নিয়োগ করবেন। এই পদটি পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তারাই পাবেন।
এছাড়া সরকার সশস্ত্র বাহিনীর সদস্যদের ফিল্ড মার্শাল, মার্শাল অব দ্য এয়ার ফোর্স এবং অ্যাডমিরাল অব দ্য ফ্লিট পদে পদোন্নতি দিতে পারবে। ফিল্ড মার্শালের মর্যাদা আজীবনের জন্য বহাল থাকবে।
বিলে আরও বলা হয়েছে, চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির পদটি আগামী ২৭ নভেম্বর ২০২৫ সালে বিলুপ্ত হবে।
স্থানীয় গণমাধ্যমের বরাতে বলা হয়, ভারতের সঙ্গে মে মাসে চার দিনের সংঘাতের পর এবং আধুনিক যুদ্ধের প্রকৃতি বিবেচনায় এই পদক্ষেপ নেয়া হয়েছে, যাতে সমন্বিত সামরিক প্রতিক্রিয়া জোরদার করা যায়।
উল্লেখ্য, গত ৭ মে ভারত ‘অপারেশন সিন্ধুর’ নামে সীমান্তের ওপারে পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলে সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালায়। চার দিন ধরে তীব্র সংঘর্ষের পর ১০ মে উভয় দেশ সামরিক অভিযান বন্ধে সম্মত হয়।
২৭তম সংশোধনী বিলে আরও প্রস্তাব করা হয়েছে একটি ফেডারেল সাংবিধানিক আদালত গঠন, হাইকোর্ট বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এবং প্রাদেশিক মন্ত্রিসভার গঠনসংক্রান্ত নিয়মে সংশোধন।
আইনমন্ত্রী আজম নাজির তারার সিনেটে বিলটি উপস্থাপন করেন। তিনি জানান, এতে মোট ৪৯টি ধারা রয়েছে।
তিনি বলেন, মূলত তিনটি প্রধান বিষয় এবং দুটি গৌণ বিষয় রয়েছে। এটি পাঁচটি বিষয়ে সংস্কার আনবে।
এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আজারবাইজান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠক পরিচালনা করেন। রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি নিউজ জানায়, মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে ২৭তম সংশোধনী বিলের খসড়া অনুমোদন দিয়েছে এবং একে স্বাগত জানিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।