মিজোরামে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করল আসাম রাইফেলস
![]()
নিউজ ডেস্ক
মিজোরামের চাম্ফাই জেলার ত্লাংসাম এলাকা থেকে প্রায় ৫২ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেটের একটি চালান জব্দ করেছে আসাম রাইফেলস। শনিবার রাতে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
সীমান্তবর্তী ভারত-মিয়ানমার বাণিজ্য রুটের ওপর নজরদারি চলাকালে আসাম রাইফেলস সদস্যরা একটি ‘বোলেরো ক্যাম্পার’ গাড়ি থামিয়ে তল্লাশি চালান। গাড়িটি চালাচ্ছিলেন লালহমিংমাওয়া রালতে। তল্লাশিতে গাড়ি থেকে ৩৮ কেস ‘ESSE Light’ এবং ২ কেস ‘International Master Piece’ ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
জব্দ করা সিগারেট, গাড়ি এবং আটক চালককে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য চাম্ফাই জেলার লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত চলমান রয়েছে।
ধারনা করা হচ্ছে, এসব সিগারেট সীমান্ত পার করে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিলো পাচারকারীরা।
উল্লেখ্য, গত মাসেও আসাম রাইফেলস, মণিপুর পুলিশ ও এক্সাইজ বিভাগের যৌথ অভিযানে তামেংলং জেলার কাইমাই এলাকায় প্রায় ১ কোটি ১২ লাখ টাকা মূল্যের ভারতীয় উৎপাদিত অবৈধ মদ জব্দ করা হয় এবং তিনজনকে আটক করা হয়েছিল।
প্রসঙ্গত, সীমান্ত ঘেঁষা এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই চোরাচালান ও অবৈধ পণ্যের রুট হিসেবে পরিচিত। নিয়মিত যৌথ অভিযান সীমান্ত এলাকায় অবৈধ বাণিজ্য রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা নির্দেশ করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।