কুকি–চিনের সাথে সংঘর্ষে বিজিবি সদস্য নিহত, সামাজিক যোগাযোগমাধ্যমের দাবিটি ভুয়া
![]()
নিউজ ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একাধিক পোস্টে দাবি করা হয়েছে—মায়ানমারের কুকি–চিন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র একজন সদস্য নিহত হয়েছেন। কিছু অ্যাকাউন্ট থেকে প্রচারিত ভিডিও ও ছবিকে ভিত্তি করে এই গুজব দ্রুত ছড়িয়ে পড়ে।
দেখুন এখানে-
তবে অনুসন্ধানে জানা গেছে, বিজিবি সদস্য নিহত হওয়ার এমন কোনো ঘটনা ঘটেনি এবং প্রচারিত ছবির ব্যক্তিও জীবিত আছেন।
দেখুন এখানে- https://archive.ph/332e0
গুজবের উৎস অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে প্রচারিত ভিডিওটিকে কোনো সত্যতা যাচাই ছাড়াই ‘বিজিবি সদস্য নিহত’ উল্লেখ করে প্রচার করা হয়েছে। কিন্তু বিদ্যমান পরিস্থিতি যাচাই করে দেখা যায়, সাম্প্রতিক সময়ে কুকি–চিন বাহিনীর সঙ্গে বিজিবির কোনো সংঘর্ষই ঘটেনি; ফলে হতাহতের প্রশ্নও আসে না।
এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে ‘Defence 24 BD’ নামের একটি ফেসবুক গ্রুপে ১৭ নভেম্বর প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়, যেখানে ‘MD Rubel Sikder’ নামের অ্যাকাউন্টধারী নিজেকে প্রচারিত ছবির ব্যক্তি বলে দাবি করেন এবং জানান, তিনি জীবিত আছেন। তার পোস্টের সঙ্গে মিল থাকা আরও একটি ছবি ৪ নভেম্বরের আরেক পোস্টে পাওয়া যায়, যা প্রচারিত গুজবের সঙ্গে শনাক্ত করা ছবির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
তথ্য–প্রমাণ পর্যালোচনায় স্পষ্ট হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিও বা ছবির সঙ্গে কুকি–চিন সংঘর্ষের কোনো যোগ নেই। বরং যাচাই–বাছাই ছাড়া এসব দাবি প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি সৃষ্টির শামিল।
সিএ প্রেস উইং জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় বিজিবি সদস্য নিহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি এবং কুকি–চিন সম্পর্কিত প্রচারিত দাবিগুলো সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। এ ধরনের অসত্য তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি না করতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, সীমান্ত–সংক্রান্ত সংবেদনশীল বিষয় নিয়ে গুজব ছড়ালে তা দ্বিপাক্ষিক সম্পর্ক ও নিরাপত্তা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে; তাই কোনো তথ্য প্রচারের আগে নির্ভরযোগ্য সূত্র যাচাই করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।