সিলেটে সেনা অভিযানে ৫৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
![]()
নিউজ ডেস্ক
সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কে সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে বালুবাহী একটি ট্রাক থেকে বালুর নিচে লুকিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় চশমা ও কিটক্যাট চকলেট জব্দ করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে হরিপুর গ্যাস ফিল্ড সেনা ক্যাম্পের সামনে ২৭ বীর ইউনিটের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
সেনা সূত্রে জানা যায়, জাফলং থেকে কেরানীগঞ্জগামী বালুবোঝাই ট্রাকটিকে (ঢাকা মেট্রো–ট ১৪–২৬৩১) চেকপোস্টে থামার নির্দেশ দেওয়া হলে চালক ও হেলপার সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রাক রেখে পালিয়ে যান। পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় ট্রাকটি ক্যাম্পে নিয়ে গিয়ে সিভিল শ্রমিকদের সহায়তায় আনলোড করা হয়। আনলোড শেষে দেখা যায়, বালুর স্তরের নিচে লুকানো রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় চশমা ও চকলেট—যা সম্পূর্ণ অবৈধভাবে সীমান্ত দিয়ে আনা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৪৬ হাজার ৫১২ পিস ভারতীয় চশমা, যার সিজারমূল্য ৪৬ লাখ ৫১ হাজার ২০০ টাকা। এছাড়া পাওয়া যায় ১৩ হাজার ৯৬৫ পিস কিটক্যাট চকলেট, যার আনুমানিক মূল্য ৮ লাখ ৩৭ হাজার ৯০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত পণ্যের মোট সিজারমূল্য দাঁড়িয়েছে ৫৪ লাখ ৮৯ হাজার ১০০ টাকা।
পরে শনিবার বেলা ১১টার দিকে ট্রাক ও জব্দ পণ্যসমূহ প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়ার জন্য ৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়নের নিকট হস্তান্তর করা হয় বলে সেনা ক্যাম্প সূত্র নিশ্চিত করেছে।
উল্লেখ্য, সিলেট সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন পণ্যের অবৈধ আমদানি-রপ্তানির বিরুদ্ধে সেনাবাহিনী, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান জোরদার করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।