ফরাসি সরকারের ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল– গোল্ড লেভেল’ পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ফরাসি সরকারের ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল– গোল্ড লেভেল’ পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ফরাসি সরকারের ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল– গোল্ড লেভেল’ পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজহারুল ইসলাম—কে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ফরাসি সরকারের সম্মানসূচক পদক ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল – গোল্ড লেভেল’ প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাকায় ফরাসি রাষ্ট্রদূত Mr. Jean-Marc Séré-Charlet-এর বাসভবনে আয়োজিত এক অনাড়ম্বর কিন্তু মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তিনি এই পদক প্রদান করেন। ব্রিগেডিয়ার জেনারেল আজহার প্রথম বাংলাদেশি হিসেবে এ সম্মান অর্জনের গৌরব লাভ করলেন।

ফোর্স হেডকোয়ার্টারের ডেপুটি চিফ অব স্টাফ (সাপোর্ট) হিসেবে তিনি ২০২২–২০২৩ সময়কালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (MINUSMA), মালিতে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি বিভিন্ন দেশের ১৩ হাজারের বেশি শান্তিরক্ষীর লজিস্টিকস ও সাপোর্ট কার্যক্রম দক্ষতার সঙ্গে সমন্বয় করে সামগ্রিক মিশনের কার্যক্রমকে শক্ত ভিত্তি প্রদান করেন।

২০২২ সালে ফরাসি বাহিনীর ‘বারখান’ অভিযান মালি থেকে নাইজার ও চাদে পুনর্বিন্যাসের প্রেক্ষাপটে মালির উত্তরাঞ্চলের বেশ কয়েকটি ক্যাম্পের দায়িত্ব জাতিসংঘ মিশনের ওপর ন্যস্ত হয়। জটিল ও সূক্ষ্ম এ পুনর্বিন্যাস প্রক্রিয়ায় ব্রিগেডিয়ার জেনারেল আজহারের নেতৃত্বাধীন লজিস্টিকস টিম নিরলসভাবে কাজ করে ফরাসি কন্টিনজেন্টের নিরাপদ প্রত্যাহার এবং জাতিসংঘ সদস্যদের নতুন করে মোতায়েন নিশ্চিত করে।

পরবর্তীতে, ২০২৩ সালে মালি থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্ত হলে মাত্র ছয় মাসের মধ্যে তার নেতৃত্বে থাকা দলের পেশাদারিত্ব, নিষ্ঠা ও পরিকল্পনার ফলে সংশ্লিষ্ট সব দেশ ও সেনাসদস্যদের অস্ত্র-সরঞ্জামসহ নিরাপদে প্রত্যাহার সম্ভব হয়—যা আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসা পায়।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বহুমুখী ও সফল ভূমিকায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ফরাসি সরকার ব্রিগেডিয়ার জেনারেল আজহারকে এই সম্মাননা প্রদান করে। তিনি সুদান, আইভরি কোস্ট, সোমালিয়া এবং সর্বশেষ মালিসহ একাধিক শান্তিরক্ষা মিশনে পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় রেখে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তিকে সুদৃঢ় করেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনী সদস্যদের আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে পেশাদারিত্ব ও সুনামের ধারাবাহিকতায় এই স্বীকৃতি দেশে-বিদেশে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed